কার্যক্রম

তরুণ সমাজের মানবিক উন্নয়নে এবং দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে প্রতিষ্ঠানটি নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে । মানবতাবাদী কবি কাজী নজরুল ইসলামকে আগামী প্রজম্মের কাছে সঠিকভাবে তুলে ধরা, নজরুল নীতি-আদর্শ অনুশীলন, সর্বোপরি নতুন প্রজন্মকে নজরুল চেতনায় উজ্জীবিত আর্দশ মানুষ হিসাবে গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। বিপন্ন মানবতাবোধ জগরণে ‘‘নজরুল কে জানো’’- এই মুলমন্ত্রে কাজী নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে চর্চা ও গবেষণার দ্বারা বিশ্বব্যাপী নজরুলকে ছড়িয়ে দিচ্ছে এই প্রতিষ্ঠান। বিশেষত ,একজন মানুষ হিসাবে শিক্ষার্থীদের জাতীয় কবির আদর্শ উপলব্ধিতে বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। বাংলার দুই মহাপুরুষের অসংখ্য সাদৃশ্যের ভিক্তিতে নির্মিত, বিভিন্ন দূর্লভ তথ্য চিত্রের সমন্বয়ে ‘বঙ্গবন্ধু ও নজরুল’ শীর্ষক ডকুমেন্টরি দেশের বিভিন্ন স্থানে প্রদর্শনী করছে । বাংলা একাডেমীর সভাপতি ও প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন বক্তব্য সন্নিহিত ‘বঙ্গবন্ধু ও নজরুল’ ডকুমেন্টরি তরুন সমাজকে অনুপ্রাণিত করছে । সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সামাজিক সংস্কার, দূর্যোগ মোকাবেলা, আলোচনা সভা সেমিনার এবং মানবিক উন্নয়নে প্রতিষ্ঠানটির নানাবিধ উদ্যোগ জাতীয় পর্যায়ে বহুল সমাদৃত হয়েছে । সাংস্কৃতিক মন্ত্রণালয় নিবন্ধিত “কবি নজরুল পাঠাগার” এর নিয়মিত ‘পাঠকচক্র’ কার্যক্রমের সাথে কাজী নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে চর্চা ও গবেষণার লক্ষ্যে সংযুক্ত হয়েছে ‘অগ্নিবীণা ডিবেটিং ক্লাব’। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ও বৈষম্যহীন পৃথিবী গড়তে কাজী নজরুল ইসলামের চর্চা অপরিহার্য। আমরা আশা করছি, শীঘ্রই গাইবান্ধায় একটি নজরুল গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হবে । যার মাধ্যমে বিপন্ন মানবতাবোধ জগরণে নজরুলপ্রেমী মানুষের গড়া আমাদের সামাজিক সংগঠনটি উজ্জীবিত তরুণ সমাজ গঠনে আরো অব্যাহত অবদান রাখবে ।

« of 2 »