উদ্দেশ্য: মানবতাবাদী কবি কাজী নজরুল ইসলামকে সম্পৃর্ণভাবে আবিস্কার করা, আগামী প্রজম্মের কাছে সঠিকভাবে তুলে ধরা, নজরুল চর্চার পথকে প্রসারিত করা, সর্বোপরি নতুন প্রজন্মকে আর্দশ সংস্কৃতিবান মানুষ হিসাবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ। বিদেশি সংস্কৃতির আগ্রাসনে পথভ্রষ্ট যুব সমাজের অপতৎপরতায় জাতি যখন আক্রান্ত, সমাজ ব্যবস্থাই যখন চরিত্রহীন, ঠিক সে সময়ে নজরুলের আদর্শে উজ্জীবিত যুবসমাজ গঠনই আমাদের লক্ষ্য। বিপন্ন মানবতাবোধ জগরণে ‘‘নজরুল কে জানো’’- এই মুলমন্ত্রে কাজী নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে চর্চা ও গবেষণার দ্বারা বিশ্বব্যাপী নজরুলকে ছড়িয়ে দিতে পরিচালিত হবে এই প্রতিষ্ঠান।

Objective: Aptly portraying and rediscovering the humanist poet Kazi Nazrul Islam for the next generation, paving a wider path for practicing Nazrulism, and is growing culturally minded people inspired by the ethos of Nazrul are the prime objectives of ‘Nazrul Charcha kendra’. Our country is already affected by foreign cultural aggression that has derailed young people. At this critical juncture, the poems and songs of varied scopes by Nazrul with his idols of humanity should act as the touchstone for the new generation. It is the timely initiative of this organization is to inspire the young generation with the ideals of Nazrul and this organization will work in that light.

Prof. Ferdoushi Jahan Siddiqua, Founder of the Organization

প্রতিষ্ঠাতার পক্ষ থেকে বার্তা: শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চাই পারে একজন সুন্দর মানুষ গড়তে। শরীর ও মন গঠন যেমন খেলাধুলা, শরীরচর্চা প্রয়োজন তেমনি মানসিক উন্নতির জন্য প্রয়োজন সংস্কৃতিচর্চা। বিপন্ন মানবতাবোধ জগরণে বিশ্ব ব্যাপী নজরুলকে ছড়িয়ে দিতে কাজ করবে এই প্রতিষ্ঠান। মানব-সমাজের কলুষের বিরুদ্ধে দাঁড়ানো নির্মম ক্রোধ ও অপরাজিত ঔদ্ধত্যেকে এক অসামান্য রূপ দিয়েছেন কাজী নজরুল ইসলাম। অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ও বৈষম্যহীন পৃথিবী গড়তে নজরুল চর্চা তাই অপরিহার্য। বাংলা সাহিত্যের বিস্ময়কর প্রতিভা কাজী নজরুল ইসলাম যেন সৃষ্টিকর্তার এক বিস্ময়কর সৃষ্টি। তিনি একাধারে বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি ও মানবতার কবি। তাঁর সৃষ্টিকে পরিমাপ করা আমার সাধ্য নয়। মনবতাবাদী কবি জাতি ধর্ম নির্বিশেষে মুসলিমত্ব ও হিন্দুত্বের অনেক উর্ধ্বে উঠিয়েছেন একজন “মানুষকে”। এটা মানুষ হিসাবে আমার বিশাল প্রাপ্তি, এজন্য কবির কাছে আমি অশেষ ঋণে ঋণী। ‘নজরুল চর্চা কেন্দ্র’ প্রতিষ্ঠা সেই ঋণ পরিশোধের সামান্য প্রয়াস মাত্র।
Message From Founder: In building up complete human beings, culture plays a crucial role in conjunction with academic knowledge. Cultural practices are required for the excellence of the mind, just as exercise and sports are necessary for physical development. Nazrul’s masterclasses portray rage and radiance in the measures contained by the poem. The practice of Nazrul is therefore imperative for excellence in the spirit and the blossoming of the non-community spirit among young people. This humanitarian poet could place humanity above caste, religion, and nation.The poet has obliged us with the gifts of his work as a human being, I feel deeply indebted to him for his contributions. Appreciating his works in the correct form is beyond my humble capability. This endeavor is nothing but a modest attempt to give something in return.

মূল প্রেরণাঃ নজরুল ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল প্রেরণা আমার মরহুম পিতা এমদাদুল হক সিদ্দিকী। তিনি ছিলেন নজরুল ভক্ত ও সংগীত পাগল মানুষ। যতদূর মনে পড়ে ছোটবেলায় বাবাকে দেখেছি তৎকালীন সময়ে রেডিওতে যখন আব্বাস উদ্দিন কিংবা আব্দুল আলিম এর গান বাজত, খুব মনোযোগের সাথে তিনি তা উপভোগ করতেন। আবার বোঝাতেন, যদিও তখনও আমার নজরুলের ওই সব গান কবিতা বোঝার বয়স ও সামর্থ কোনটাই হয়নি। মনে পড়ে নজরুল ইসলামের একটি বিখ্যাত গান ‘যত ফুল তত ভুল কণ্টক জাগে মাটির পৃথিবী তাই এত ভাল লাগে’ গানটির তাৎপর্য ব্যাখ্যা করতেন, তাতে বুঝেছি মানব প্রেমিক কবি এই গানে আনন্দ বেদনা মিশ্রিত পার্থিব জীবন মহিমান্বিত করছেন। আবার নজরুলের কবিতা থেকে প্রায়ই বলতে শুনেছে ‘যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই’ যার বাস্তবায়ন আমরা রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক সকল ক্ষেত্রেই উপলব্ধি করে থাকি। কোন নিপীড়ন কাউকে ছাড় দেয় না, শুধু সময়ের ব্যবধান মাত্র। কবির ইসলামী গানের মধ্য থেকে, যেদিন রোজ হাশরে রতে বিচার তুমি হবে কাজী সেদিন তোমার দিদার আমি পাব কি আল্লাজী’ কিংবা সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে। মূলত এই গানটির মধ্য দিয়ে রোজ হাশরের ভয়ভীতির অন্তরালে আল্লাহতায়ালা মানব জাতির জন্য যে রহমানুর রহিম এটাই বুঝিয়েছেন। তার সৃষ্টি মানবকূলের প্রতি দয়া ও ভালবাসার কথাই এখানে ফুটে উঠেছে।

Motivation behind: My supreme motivation for establishing the ‘Nazrul Charcha Kendra’ is Emdadul Huq Siddiqui, my let father who was a fervent song enthusiast. I can remember reminiscing on my childhood, my father attentively enjoying songs of Abbas Uddin or Abdul Alim that played on the radio during those days. Moreover, he would turn to explain to me the essence of the songs by Nazrul whenever they played on the radio. My father often tried to elucidate the inner meanings of the poems and songs by Nazrul though I had neither the maturity nor the ability to grasp them at that stage. For instance, I remember him talking about the famous Nazrul songs. I also remember quoting him often from a Nazrul poems in which truth manifested in the sentences that is found in the spheres of the state, politics, society, and family. Any form of oppression is bound to reciprocate. It is only a matter of time.Among the several songs which underlined Nazrul’s Islamic ideology was favourite to my father. Through this songs, he explains that under the cloak of fear and trepidation associated with the life after resurrection, Allah is truly the most merciful for humankind. Moreover, he exhibits the Almighty’s kindness and different signs of benevolence towards creation through this song.